Driving Licence Check BD

আপনি কি ঘরে বসেই আপনার ড্রাইভিং লাইসেন্স চেক করতে চান? আপনার ড্রাইভিং লাইসেন্সের বর্তমান অবস্থা অথবা আপনার লাইসেন্সটি সঠিক আছে কিনা তা যাচাই করে নেওয়ার প্রয়োজন রয়েছে। তবে এটির জন্য আর আপনাকে আগের মত BRTA সার্কেল অফিসে যাওয়ার প্রয়োজন নেই। ড্রাইভিং লাইসেন্স চেক করার বিভিন্ন উপায় রয়েছে যেগুলো ব্যবহার করে আপনি খুব সহজেই ঘরে বসে আপনার Driving Licence Check BD করতে পারেন। 

এখনই মোবাইল নাম্বার দিয়ে ড্রাইভিং লাইসেন্স দেখুন, তবে আরও কিছু উপায় যে রয়েছে তা ভুলে গেলে চলবে না। আজকের আর্টিকেলটির দ্বারা আপনি জানবেন কিভাবে বিভিন্ন উপায়ে চেক করতে হয় ড্রাইভিং লাইসেন্স। 

ড্রাইভিং লাইসেন্স চেক করার উপায় – Driving Licence Check BD

আগেই বলেছি যে ড্রাইভিং লাইসেন্স চেক করার একাধিক উপায় রয়েছে যদিও বেশীরভাগ লোকেরা DL Checker APP দিয়ে,  এসএমএস এর মাধ্যমে এবং মোবাইল দিয়েই চেক করে থাকেন। এছাড়াও নাম দিয়ে বা রেফারেন্স নাম্বার দিয়েও আপনি চেক করে নিতে পারেন আপনার লাইসেন্সটি। 

যারা লাইসেন্স এর আবেদন করেন তাদেরকে পরীক্ষা দেওয়ার পরও এটি পেতে অনেকদিন অপেক্ষা করতে হয়। এর মধ্যে আপনার লাইসেন্সটি তৈরি হয়েছে কিনা তা আপনি জানতে চাইতেই পারেন। এছাড়া যে লাইসেন্স এর স্মার্ট কার্ড তৈরি হয়েছে সেটাতে আদৌ কোন ভুল আছে কিনা তাও জেনে নেওয়া ভালো। এজন্য এটি চেক করার দরকার হয়। 

ড্রাইভিং লাইসেন্স যাচাই করতে মূলত আপনার প্রয়োজন হবে রেফারেন্স নাম্বার ও জন্ম তারিখ। এগুলো থাকলেই আপনি কাজটি সহজে করতে পারবেন। রেফারেন্স নাম্বার আপনি খুঁজে পাবেন একটি ছাড়পত্রে যেটা আপনাকে আবেদনকালীন সময়ে প্রদান করা হয়েছিলো। 

NID Card Online Check – নতুন ভোটার আইডি কার্ড চেক করুন

মোবাইল নাম্বার দিয়ে ড্রাইভিং লাইসেন্স দেখুন – Driving Licence Check By Mobile Number

মোবাইল নম্বর দিয়ে ড্রাইভিং লাইসেন্স যাচাই করার জন্য আপনাকে আপনার ফোন থেকে ম্যাসেজ অপশনে যেতে হবে। এখন টাইপ করুন DL এরপর একটি স্পেস দিয়ে আপনার ছাড়পত্রে থাকা লাইসেন্স নম্বরটি লিখুন। সবশেষে ম্যাসেজটি 26969 নম্বরে পাঠিয়ে দিন। 

Example:  DL<space> Reference Number and send to 26969

এসএমএস পাঠানোর কিছু সময় পর আপনার ড্রাইভিং লাইসেন্সটির তথ্য আপনি একটি ফিরতি ম্যাসেজের মাধ্যমে জানানো হবে।  

Driving Licence Check with App – অ্যাপ দিয়ে ড্রাইভিং লাইসেন্স চেক করুন

ড্রাইভিং লাইসেন্স যাচাই করার আরেকটি অন্যতম উপায় হচ্ছে অনলাইন বা অ্যাপস এর মাধ্যমে যাচাই করা। এ ক্ষেত্রে আপনাকে আপনার ফোনে BRTA DL Checker App টি ইন্সটল করতে হবে। অ্যাপটি সঠিকভাবে ইন্সটল করার পর এটি ওপেন করুন। অ্যাপটিতে প্রবেশ করার পর ‘DL No/ BRTA Fef.No’ অপশনে রেফারেন্স নম্বরটি লিখুন। 

এরপর Date Of Birth এর স্থানে আপনার জন্ম তারিখটি ফরম্যাট অনুযায়ী লিখুন। এখন সার্চ অপশন এ ক্লিক করুন, কয়েক সেকেন্ড পর যাবতীয় তথ্য আপনার সামনে চলে আসবে। 

BRTA ওয়েবসাইটের মাধ্যমে ড্রাইভিং লাইসেন্স চেক করুন 

BRTA ওয়েবসাইটের মাধ্যমেও আপনি আপনার ড্রাইভিং লাইসেন্সের বর্তমান অবস্থা জানতে পারবেন। এক্ষেত্রে আপনাকে প্রথমেই BRTA পোর্টালে নিবন্ধন করে নিতে হবে। এজন্য আপনার NID এবং মোবাইল নম্বর ব্যবহার করতে হবে। নিবন্ধন করার সময় একটি পাসওয়ার্ড দিতে হবে যেটা আপনাকে পরবর্তীতে ব্যবহার করে লাইসেন্স চেক করতে হবে। 

এখন যেই পাসওয়ার্ডটি আপনি পেলেন সেই পাসওয়ার্ড এবং মোবাইল নম্বরটি ব্যবহার করে BRTA Portal এ প্রবেশ করুন। প্রবেশ করার পর আপনি আপনার লাইসেন্স সংক্রান্ত যেকোনো তথ্য পেতে পারেন। একটি কথা মনে রাখবেন যে নিবন্ধন করা ছাড়া আপনি কোন ভাবেই পোর্টালে প্রবেশ করে তথ্য যাচাই করতে পারবেন না। 

নাম দিয়ে কি ড্রাইভিং লাইসেন্স চেক করা যায়? 

নাম দিয়ে ড্রাইভিং লাইসেন্স চেক করার এখনও কোন উপায় নেই। BRTA এখনও পর্যন্ত এমন কোন সিস্টেম চালু করেনি। এটি ছাড়া আপনি অন্যান্য উপায় গুলো ব্যবহার করে আপনার লাইসেন্সের তথ্য যাচাই করতে পারবেন। নাম দিয়ে ড্রাইভিং লাইসেন্স চেক করার কোন উপায় ভবিষ্যতে চালু হবে কিনা সেটাও এখনও জানা যায়নি। 

ড্রাইভিং লাইসেন্স প্রসেস হতে কত সময় লাগে?

আপনি ড্রাইভিং লাইসেন্স আবেদন করার পর এটি প্রসেস হতে ১ থেকে ৬ মাস পর্যন্ত লেগে যেতে পারে। সাধারণত আবেদন করার পর এটি পেন্ডিং অবস্থায় থাকে এবং মাসের পর মাস কেটে যায়। এর ফলে লাইসেন্স তৈরি হতে বেশ সময় লাগে। তাই আপনার লাইসেন্সটি বর্তমানে কোন অবস্থায় আছে তা চেক করে নেয়া ভালো। এক্ষেত্রে যদি লাইসেন্সটি তৈরি না হয়ে থাকে এবং আপনার যদি দ্রুত পাওয়ার প্রয়োজন হয় তাহলে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করতে পারেন। 

শেষ কথা 

আশা করা যায়, আপনারা Driving Licence Check BD সম্পর্কে যাবতীয় তথ্য জানতে পেরেছেন। মোবাইল দিয়ে চেক করার পাশাপাশি আপনি অন্যান্য পদ্ধতিতেও ড্রাভিং লাইসেন্সের বর্তমান অবস্থা জানতে পারবেন ঘরে বসেই। ড্রাইভিং লাইসেন্স পেতে বেশ কিছু সময় লাগে, তবে এটি যদি তৈরি হয়ে থাকে এবং সেটি যদি আপনি যাচাই করার মাধ্যমে জেনে থাকেন তাহলে কেন এটি পেতে দেরী হচ্ছে সে ব্যাপারে খোঁজ খবর করতে পারেন। এই সংক্রান্ত যদি আপনার আরও কোন প্রশ্ন থাকে তাহলে কমেন্ট করে আমাদের জানাতে পারেন, আমরা যথাসাধ্য উত্তর দেয়ার চেষ্টা করবো।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *