বাংলাদেশ থেকে বছরের বিভিন্ন সময়ে লোকজন ভারতে যাতায়াত করে। কেউ ঘুরতে, কেউ বা চিকিৎসার জন্য অথবা অন্য কোন প্রয়োজনেও মানুষ ভারতে যায়। ভারতে যাতায়াতের জন্য আপনার সবার প্রথমে যেটা থাকতে হবে তা হচ্ছে একটি বৈধ ভিসা কারণ এটিই হচ্ছে আপনার ভারতে প্রবেশের অনুমতিপত্র। ভিসার আবেদন করার পর সাধারণত বেশ কিছু অতিবাহিত হয় এটি আপনার হাতে পেতে। এর মধ্যে অনেকেই ভিসার বর্তমান অবস্থা জানতে চান এবং সে ক্ষেত্রে ভিসা চেক করার প্রয়োজন পড়ে।
তবে অনেকেই ইন্ডিয়ান ভিসা চেক করার নিয়ম সম্পর্কে জানেন না। অনলাইনে ভিসা চেক করার খুবই সহজ একটি উপায় রয়েছে। কাজেই, যারা জানেন না যে কিভাবে ইন্ডিয়ান ভিসা চেক করতে হয় তাদের জন্য আজকের এই আর্টিকেল টি আমরা উপস্থাপন করতে চলেছি। এখানে ভিসা চেক করার পূর্ণ উপায়টি আমরা ধাপে ধাপে দেখানোর চেষ্টা করবো। আশা করা যায় আর্টিকেল টি পড়ার পর আপনার এই সম্পর্কে আর কোন দ্বিধা থাকবে না এবং আপনি সহজেই ভিসার অবস্থা জানতে পারবেন।
ইন্ডিয়ান ভিসা চেক করার প্রয়োজন কি?
আপনি যদি ইদানীং ভারতীয় ভিসার আবেদন করে থাকেন তাহলে এটি চেক করে দেখা প্রয়োজন। ভিসা প্রসেসিং এর বর্তমান অবস্থা জানার ক্ষেত্রে চেক করা গুরুত্বপূর্ণ। এতে করে আপনি জানতে পারবেন যে আপনার ভিসাটি অনুমোদিত হয়েছে কিনা। এমনকি ভিসায় কোন সমস্যা রয়েছে কিনা এ পদ্ধতিতে জানা যাবে, যদি কোন সমস্যা থাকে তাহলে তা আপনি দ্রুত সমাধান করতে পারবেন। এছাড়া আপনার ভিসাটি অনুমোদন পেতে আনুমানিক কত সময় লাগতে পারে সেটাও এভাবে জানা যায়।
আরও জানুনঃ কোন দেশের টাকার মান বেশি?
Web File Number দিয়ে ইন্ডিয়ান ভিসা চেক করার নিয়ম – Indian Visa Check
আপনি যদি আপনার ইন্ডিয়ান ভিসার অবস্থা চেক করতে চান তাহলে ঘরে বসেই এটি করতে পারবেন। এ পর্যায়ে কয়েকটি ধাপের মাধ্যমে আমরা উপায়টি তুলে ধরছি।
ধাপ ১ঃ প্রথমে আপনার মোবাইল এর ব্রাউজার থেকে https://www.passtrack.net/index.php লিঙ্কটিতে ভিজিট করুন।
ধাপ ২ঃ আপনার সামনে যে পেজটি সাবে সেখানে মেন্যু দেখতে পাবেন, এখান থেকে ‘Tracking’ অপশনটিতে ক্লিক করুন।
ধাপ ৩ঃ এখন আপনার ভিসার ধরন নির্বাচন করুন, যেমন – Regular Visa / Port Endorsement।
ধাপ ৪ঃ যেহেতু আপনি রেগুলার ভিসা চেক করবেন সেহেতু ‘web file number’ দরকার হবে। এই নাম্বারটি আপনি আপনার ডেলিভারি স্লিপেই পেয়ে যাবেন।
ধাপ ৫ঃ নির্ধারিত বক্সে সঠিকভাবে ‘web file number’টি বসান।
ধাপ ৬ঃ এখন ‘Please type below code’ বক্সে ছবিতে প্রদর্শিত অক্ষরগুলো সঠিকভাবে লিখুন। যদি আপনি অক্ষরগুলো না বুঝতে পারেন তাহলে ‘Not readable? Change text’ অপশনে ক্লিক করুন।
ধাপ ৭ঃ অক্ষর গুলো লেখা হয়ে গেলে ‘Submit’ বাটনে ক্লিক করুন।
ধাপ ৮ঃ এখন আপনার ভিসার সর্বশেষ অবস্থা আপনার সামনে চলে আসবে।
পাসপোর্ট নাম্বার দিয়ে কিভাবে ইন্ডিয়ান ভিসা চেক করবেন?
আপনি কি জানেন পাসপোর্ট নাম্বার দিয়েও ভিসা চেক করা যায়? একটু আগে যে পদ্ধতি সম্পর্কে জেনেছেন সেখানে আমরা দেখিয়েছি যে কিভাবে web file number দিয়ে ভারতীয় ভিসা চেক করতে হয়। এখানে আমরা দেখাতে চলেছি পাসপোর্ট নাম্বার দিয়ে কিভাবে ইন্ডিয়ান ভিসা চেক করতে হয়। নিচে ধাপ গুলো উল্লেখ করছিঃ
ধাপ ১ঃ আপনার মোবাইল অথবা কম্পিউটার থেকে https://indianvisaonline.gov.in/visa লিঙ্কটিতে প্রবেশ করুন।
ধাপ ২ঃ এখন আপনার সামনে ‘Visa Enquiry’ নামে একটি অপশন আসবে, এটিতে ক্লিক করুন।
ধাপ ৩ঃ ‘Application Id / Web File Number’ বক্সে আপনার ১২ ডিজিটের নাম্বারটি বসান।
ধাপ ৪ঃ এরপর ‘Passport No’ বক্সে আপনার পাসপোর্ট নাম্বারটি সঠিক ভাবে লিখুন।
ধাপ ৫ঃ সর্বশেষ ‘Check Status’ বাটনে ক্লিক করুন, ব্যাস আপনার কাজ শেষ। এখানে আপনি আপনার ভিসার সর্বশেষ অবস্থা জানতে পারবেন।
ইন্ডিয়ান ভিসা চেক করার ক্ষেত্রে কোন স্ট্যাটাস দেখে কি বুঝবেন?
ভিসা চেক করার সময় আপনি যদি ‘Application Received’ – এটি দেখতে পান তাহলে এর অর্থ হচ্ছে আপনার আবেদনটি ভারতীয় হাইকমিশনে গ্রহণ করা হয়েছে। যদি ‘Application Under Process’ লেখাটি দেখেন তাহলে আপনার আবেদনটি এখনও প্রক্রিয়াধীন রয়েছে। ভিসা চেক করার প্রক্রিয়ার শেষ ধাপে পৌঁছানর পর যদি দেখেন ‘Granted’ লেখা দেখাচ্ছে তাহলে অভিনন্দন, আপনার ভিসাটি অনুমোদিত হয়েছে। এছাড়া যদি Despatched শো করে তাহলে বুঝবেন যে ভিসাটি পাসপোর্ট অফিসে পাঠানো হয়েছে। সর্বশেষ, ‘Rejected’ এর অর্থ অবশ্যই সকলের জানা, তারপরও বলে দিচ্ছি যে এটি দ্বারা বুঝায় যে আপনার ভিসাটি প্রত্যাখ্যাত হয়েছে।
শেষ কথা
আশা করা যায়, উপরের আলোচনার মাধ্যমে ইন্ডিয়ান ভিসা চেক করার নিয়ম সম্পর্কে সঠিকভাবে জানাতে সক্ষম হয়েছি। আপনি যদি সম্প্রতি ভিসার আবেদন করে থাকেন তাহলে মাঝে মাঝে এটি চেক করা উচিৎ বর্তমানে কি অবস্থায় আছে তা জানার জন্য। এছাড়া ভিসা প্রত্যাখ্যান হয়েছে কিনা তাও জানা যাবে এভাবে। আমরা আশা করছি, আমাদের এই লেখাটি আপনার জন্য বেশ সহায়ক ভূমিকা রাখবে। এগুলো ছাড়াও যদি আর কোন প্রশ্ন থাকে তাহলে আমাদেরকে জানান।