এসএসসি রেজাল্ট চেক করার নিয়ম সকল বোর্ডের

২০২৫ সালের এসএসসি্র ফলাফল প্রকাশের সময় আসন্ন। আগামী ১৩ জুলাইয়ের পর যেকোনো দিন প্রকাশিত হতে পারে বহুল আকাঙ্ক্ষিত মাধ্যমিক পরীক্ষার ফল। কিছু সূত্রে জানা গেছে যে ১৩ জুলাইতেও ফল প্রকাশের প্রবল সম্ভাবনা রয়েছে। সারা বাংলাদেশ থেকে এবার বহু শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিলেন এবং তাঁরই ধারাবাহিকতায় নির্ধারিত সময় শেষ হতে চলেছে রেজাল্ট প্রকাশের। 

তাই এখন শুধু অপেক্ষার পালা। তাই এই সময়ের মধ্যেই শিক্ষার্থী এবং অভিভাবকদেরকে পরীক্ষার ফলাফল চেক করার উপায় গুলো সম্পর্কে জেনে রাখতে হবে। আজকের আর্টিকেল এ আমরা এসএসসি রেজাল্ট চেক করার নিয়ম সকল বোর্ডের সম্পর্কে জানাবো আপনাদেরকে। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে শুরু করা যাক। 

Read more: SSC Result By SMS

এসএসসি রেজাল্ট ২০২৫

২০২৫ সালের এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশের সম্ভাব্য তারিখ হচ্ছে ১৩ই জুলাই, শনিবার, তবে এর ২/১ দিন পরেও প্রকাশিত হতে পারে বলে জানা গেছে। শিক্ষা মন্ত্রণালয় এবং শিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, এই দিনে সকাল ১০টার দিকে প্রধান উপদেষ্টার কাছে ফলাফল আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হতে পারে, এবং এরপরই তা সারাদেশে একযোগে প্রকাশ করা হবে।

এ বছর দেশের ১১টি শিক্ষা বোর্ডের অধীনে লক্ষাধিক শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নেয়। ফলাফল প্রকাশের এই দিনটি শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকদের জন্য অত্যন্ত প্রতীক্ষিত ও গুরুত্বপূর্ণ। শিক্ষার্থীদের ভবিষ্যৎ শিক্ষাজীবনের এক বড় ধাপ এই এসএসসি রেজাল্টের ওপর নির্ভর করে। 

এসএসসি রেজাল্ট চেক করবেন কিভাবে?

ফলাফল প্রকাশের পর শিক্ষার্থীরা সকাল ১০টা থেকেই অনলাইনে এবং মোবাইল SMS এর মাধ্যমে ফলাফল দেখতে পারবেন। এছাড়া, ফলাফল প্রকাশের পর থেকে সংশ্লিষ্ট বোর্ডের ওয়েবসাইটেও Marksheet সহ ফলাফল পাওয়া যাবে। যাদের ফলাফল নিয়ে কোনো আপত্তি থাকবে, তারা নির্দিষ্ট সময়ের মধ্যে পুনঃমূল্যায়ন বা রিভিউ আবেদন করতে পারবেন।

রেজাল্ট প্রকাশের নির্দিষ্ট সময়ে সারা দেশ থেকে লক্ষ লক্ষ শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক এবং আগ্রহী ব্যক্তিরা একই সময়ে শিক্ষা বোর্ডের ওয়েবসাইটগুলোতে ফলাফল জানার জন্য প্রবেশ করে। প্রায় ১৫ থেকে ২০ লাখ পরীক্ষার্থী এবং তাদের পরিবারের সদস্যরা একযোগে রেজাল্ট দেখতে চেষ্টা করে। এই বিশাল ট্র্যাফিকের কারণে সার্ভারগুলোতে অস্বাভাবিক চাপ পড়ে। 

ফলে, ফলাফল দেখার অনেক চেষ্টা করলেও ঐ সময়ে তাঁরা দেখতে সক্ষম হন না। এবার পরীক্ষার্থীর সংখ্যা ১৯ লাখ ২৮ হাজার ৯৭০ জন। তাহলে বলাই যায় যে এবারও রেজাল্ট দেখার ক্ষেত্রে শিক্ষার্থীরা একই সমস্যার সম্মুখীন হবেন। 

অনলাইনে এসএসসি রেজাল্ট চেক করার নিয়ম

অনলাইনে এসএসসি পরীক্ষার ফলাফল দেখার নির্ধারিত ওয়েবসাইট রয়েছে। সব বোর্ডেরই আলাদা আলাদা ওয়েবসাইট রয়েছে, তবে শিক্ষাবোর্ডের ওয়েবসাইট থেকেই আপনি সকল বোর্ডের ফলাফল দেখতে পাবেন। ফলাফল প্রকাশের দিন নির্ধারিত ওয়েবসাইট এ গিয়ে আপনি আপনার রোল নম্বর, রেজিস্ট্রেশন নম্বর এবং বোর্ডের তথ্য দিয়ে ফলাফল জানতে পারবেন। নিচের ধাপগুলো অনুযায়ী এগিয়ে যানঃ 

  1. প্রথমে আপনার ফোন বা কম্পিউটার থেকে একটি ব্রাউজার ওপেন করুন। 
  2. ব্রাউজারে এই লিংকে যান www.educationboardresults.gov.bd
  3. Examination অপশন থেকে SSC/Dakhil/Equivalent নির্বাচন করুন।
  4. Year থেকে আপনার পরীক্ষার সাল নির্বাচন করুন।
  5. Board অপশন থেকে আপনার বোর্ডের নাম নির্বাচন করুন।
  6. Result Type থেকে Individual Result নির্বাচন করুন।
  7. আপনার Roll Number এবং Registration Number সঠিকভাবে লিখুন।
  8. নিচে একটি সিকিউরিটি কোড থাকবে, সেটি দেখে নিচের বক্সে সঠিকভাবে পূরণ করুন।
  9. সব তথ্য ঠিকঠাক পূরণ করার পর Get Result বাটনে ক্লিক করুন। আপনার রেজাল্ট মার্কশিটসহ দেখতে পাবেন।

নোটঃ তবে সার্ভার ডাউন জনিত সমস্যা এড়াতে চাইলে আপনি যে বোর্ড থেকে পরীক্ষায় অংশ নিয়েছেন সেই বোর্ডের ওয়েবসাইট থেকে রেজাল্ট দেখাটাই হবে বুদ্ধিমানে কাজ। 

এসএসসি রেজাল্ট চেক করার নিয়ম সকল বোর্ডের

এখানে আমরা সকল বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইট এর লিঙ্কটি দিয়ে দিচ্ছি যাতে আপনারা আপনাদের বোর্ড থেকেই ফলাফল চেক করতে পারেনঃ

বোর্ডের নাম অফিসিয়াল লিঙ্ক 
ঢাকা শিক্ষা বোর্ড https://www.dhakaeducationboard.gov.bd/
ময়মনসিংহ শিক্ষা বোর্ড https://www.mymensingheducationboard.gov.bd/
রাজশাহী শিক্ষা বোর্ড http://www.rajshahieducationboard.gov.bd/
কুমিল্লা শিক্ষা বোর্ড https://comillaboard.portal.gov.bd/
যশোর শিক্ষা বোর্ড https://www.jessoreboard.gov.bd/
চট্রগ্রাম শিক্ষা বোর্ড https://bise-ctg.portal.gov.bd/
বরিশাল শিক্ষা বোর্ড http://www.barisalboard.gov.bd/
সিলেট শিক্ষা বোর্ড https://educationboard.sylhet.gov.bd/
দিনাজপুর শিক্ষা বোর্ড http://www.dinajpureducationboard.gov.bd/
মাদ্রাসা শিক্ষা বোর্ড http://www.bmeb.gov.bd/
কারিগরি শিক্ষা বোর্ড https://bteb.gov.bd/

এসএসসি রেজাল্ট চেক করুন এসএমএস এর মাধ্যমে 

যদি আপনি অনলাইনে ফলাফল দেখতে সক্ষম না হন তাহলে মোবাইল ফোনের মাধ্যমে এসএমএস পাঠিয়ে সহজেই ফলাফল দেখতে পারবেন। এসএসসি <স্পেস> বোর্ডের প্রথম তিন অক্ষর <স্পেস> রোল নম্বর (স্পেস) পরীক্ষার সাল লিখে 16222 নম্বরে পাঠিয়ে দিলে ফিরতি এসএমএসে ফলাফল চলে আসে। 

এই পদ্ধতিটি অনেক সময় ওয়েবসাইটের চেয়ে দ্রুত কাজ করে, বিশেষ করে যখন সার্ভারে বেশি চাপ থাকে। নিচে এসএমএস পাঠানোর উপায় ফরম্যাটটি দেখে নিন।  

আপনার মোবাইলের মেসেজ অপশনে গিয়ে নিচের ফরম্যাট অনুযায়ী টাইপ করুন:

SSC <স্পেস> DHA (বা অন্য কোন বোর্ড) <স্পেস> 123456 <স্পেস> 2025 টাইপ করে পাঠিয়ে দিন ১৬২২২ নম্বরে।

আপনারা যাতে কাঙ্ক্ষিত বোর্ডের রেজাল্ট সহজেই এস এম এস এর মাধ্যমে দেখতে পারেন সেজন্য এখন আমরা প্রতিটি বোর্ডের প্রথম তিন অক্ষর নিচের টেবিলে সাজিয়ে দিচ্ছিঃ

বোর্ডের নাম প্রথম তিন অক্ষর 
Dhaka Board DHA
Mymensingh Board  MYM
Comilla Board COM
Barisal Board BAR
Jessore Board JES
Rajshahi Board RAJ
Dinajpur Board DIN
Sylhet Board SYL
Chittagong Board CHI
Madrasha Board MAD
Technical Board TEC

শেষ কথা

প্রিয় শিক্ষার্থী ভাই ও বোন, আপনারা দীর্ঘ সময় ধরে কঠোর পরিশ্রম করেছেন এবং এখন সেই পরিশ্রমের ফল পাওয়ার অপেক্ষায় আছেন। উপরে আমরা এসএসসি রেজাল্ট চেক করার নিয়ম সম্পর্কে একটি সুস্পষ্ট আলোচনা করেছি। এই মুহূর্তটি স্বাভাবিকভাবেই উত্তেজনাপূর্ণ এবং কিছুটা দুশ্চিন্তার হতে পারে। আমরা আশা করি আপনাদের সকলের ফল প্রত্যাশার চেয়েও ভালো হবে এবং আপনারা নিজেদের পছন্দের প্রতিষ্ঠানে ভর্তির সুযোগ পাবেন। সকলের জন্য উজ্জ্বল ভবিষ্যতের প্রত্যাশায় রইলাম। আপনাদের সকলের জন্য অনেক অনেক শুভকামনা!

Author

  • Sharmin Shimi is a dedicated education writer at ResultKoi.com, specializing in academic updates, admission guidelines, and exam results in Bangladesh. With a passion for simplifying complex information, she helps students stay informed about their educational journey.

    View all posts

Leave a Comment