বিদেশ যাত্রার ক্ষেত্রে অন্যতম গুরুত্বপূর্ণ একটি জিনিস হচ্ছে ভিসা যেটা ছাড়া বিদেশে যাওয়া অসম্ভব। অনেকেই দালালের সাহায্য নিয়ে পাসপোর্ট ভিসা করে থাকেন এবং এমন দেখা গেছে যে তাঁরা টাকা প্যসা নিয়ে অবৈধ ভিসা ধরিয়ে দিয়েছে। এক্ষেত্রে ভিসা চেক করে দেখা খুবই গুরুত্বপূর্ণ। পাসপোর্ট নাম্বার দিয়ে ভিসা চেক করা যায় খুব সহজেই এবং আপনি নিজেই এটি করতে পারবেন। আজকের আর্টিকেল এ আমরা দেখাতে চলেছি যে কিভাবে পাসপোর্ট নাম্বার ব্যবহার করে ভিসা চেক করতে হয়। আশা করছি এই সম্পর্কে আপনাদেরকে একটি বিস্তারিত তথ্য দিতে পারবো।
এর আগে আমরা জার্মানি ভিসা আবেদন ২০২৫ সম্পর্কে একটি বিস্তারিত লেখা প্রকাশ করেছিলাম। যারা জার্মানি যেতে চান তাঁরা এটি দেখে আসতে পারেন। যাইহোক, চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক।
কেন ভিসা চেক করা প্রয়োজন?
ভিসা চেক করার প্রয়োজনীয়তা অনেক বেশি। আগেই বলেছি যে যারা সাধারণত দালালের মাধ্যমে ভিসা করতে দেন তাঁরা কেউ কেউ অবৈধ ভিসা পেয়ে থাকেন যেটার ফলে তাঁরা পরবর্তীতে সমস্যায় পড়েন। এ পর্যায়ে আমরা তুলে ধরবো যে কেন আপনার ভিসা চেক করা প্রয়োজনঃ
- ভিসা চেক করার ফলে আপনি আপনার ভিসার মেয়াদ এবং বৈধতা সম্পর্কে নিশ্চিত হতে পারবেন।
- যে কারণে আপনি ভিসার আবেদন করেছেন সেই ভিসা পেয়েছেন কিনা তা জানতে পারবেন।
- আপনি যে দেশে ভ্রমণ করতে চলেছেন সে দেশে কতদিন থাকতে পারবেন এবং কি কি কাজের অনুমতি রয়েছে তা জানতে পারবেন।
- বিমানবন্দর বা ইমিগ্রেশন অফিসে যাতে কোনো সমস্যা না হয়, সে জন্য ভিসার তথ্য আগেভাগেই যাচাই করা দরকার।
- সরাসরি সরকারি ওয়েবসাইট থেকে চেক করলে প্রতারণার শিকার হওয়ার সম্ভাবনা কমে।
- কোনো এজেন্ট ভুল তথ্য দিলে আপনি নিজেই তা যাচাই করতে পারবেন।
- যদি কোনো কারণে ভিসা প্রত্যাখ্যাত হয়, তাহলে তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নিতে পারবেন।
- মোটকথা, যেকোনো ধরণের প্রতারণা থেকে বাঁচতে হলে অবশ্যই আপনাকে অনলাইনে ভিসা চেক করতে হবে।
পাসপোর্ট নাম্বার দিয়ে বিভিন্ন দেশের ভিসা চেক করুনঃ
পাসপোর্ট নাম্বার ব্যবহার করে বিভিন্ন দেশের ভিসার অবস্থা অনলাইনে যাচাই করতে পারবেন। নিচে বিভিন্ন দেশের ভিসা চেক করার পদ্ধতি উল্লেখ করছিঃ
সৌদি আরব
সৌদি ভিসা চেক করতে visa.mofa.gov.sa/VisaPerson/GetApplicantData ওয়েবসাইটে যান। সেখানে আপনার জাতীয়তা, পাসপোর্ট নাম্বার, ভিসার ধরন এবং ইস্যুিং অথরিটি নির্বাচন করে ভিসা চেক করুন।
কাতার
কাতার ভিসার অবস্থা জানতে portal.moi.gov.qa ওয়েবসাইটে প্রবেশ করুন। এরপর Inquiries, Visa Services,Visa Inquiry and Printing অপশন গুলোতে পর্যায়ক্রমে গিয়ে পাসপোর্ট নাম্বার ও জাতীয়তা দিয়ে ভিসা চেক করুন।
ভারত
প্রথমে passtrack.net/regular_passport.php ওয়েবসাইটে যান। প্রবেশ করার পর আপনার ওয়েব ফাইল নাম্বার ও ক্যাপচা কোড প্রদান করে সাবমিট করুন। আপনার ভিসার অবস্থা জানতে পারবেন।
দুবাই
দুবাই ভিসা চেক করার জন্য https://smartservices.icp.gov.ae/ ওয়েবসাইটে যান। সেখানে পাসপোর্ট নাম্বার এবং অন্যান্য তথ্য দিয়ে ভিসার স্ট্যাটাস যাচাই করুন।
মালয়েশিয়া
মালয়েশিয়া ভিসা চেক করতে eservices.imi.gov.my ওয়েবসাইটে প্রবেশ করুন। এখানে প্রয়োজনীয় তথ্য প্রদান করলেই আপনি আপনার ভিসার অবস্থা জানতে পারবেন।
ইতালি
ইতালির ভিসা স্ট্যাটাস চেক করতে হলে আপনাকে visa.vfsglobal.com/bgd/en/ita/ ওয়েবসাইটে যেতে হবে। ওয়েবসাইট এ যাবার পর Track your application অপশনে যান এবং তারপর Track Now অপশনে ক্লিক করুন। এরপর রেফারেন্স নাম্বার ও অন্যান্য তথ্য সাবমিট করুন।
ভিসা নাম্বার দিয়ে ভিসা চেক করবেন কিভাবে?
যারা ভিসার জন্য ইতিমধ্যেই অ্যাপ্লাই করেছেন তাঁদের কাছে একটি ভিসার কাগজ থাকবে যেখানে ভিসা নাম্বার দেয়া থাকে। আপনি এই নাম্বার ব্যবহার করেও ভিসা চেক করতে পারবেন। এক্ষেত্রে আপনি যে দেশের ভিসার জন্য আবেদন করেছেন সে দেশের ইমিগ্রেশন ওয়েবসাইটে প্রবেশ করতে হবে, এরপর ভিসা চেক করার লিঙ্কে যান। লিঙ্কে যাবার পর আপনার দেশ এবং ভিসার ধরন বাছাই করে ভিসা নাম্বার দিলেই আপনি আপনার ভিসার স্ট্যাটাস দেখতে পারবেন।
শেষ কথা
আশা করছি আপনারা পাসপোর্ট নাম্বার দিয়ে ভিসা চেক করার ব্যাপারে প্রয়োজনীয় তথ্য জানতে পেরেছেন উপরের আলোচনা থেকে। আসলে ভিসা চেক করা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় যেটি কখনোই এড়িয়ে যাওয়া উচিৎ নয়। আপনি যে দেশের ভিসার জন্য আবেদন করেছেন সেই দেশের ইমিগ্রেশন ওয়েবসাইট এ গিয়েই আপনাকে ভিসার অবস্থা চেক করতে হবে। উপরে আমরা বিভিন্ন দেশের ইমিগ্রেশন ওয়েবসাইট সম্পর্কে বলেছি যেগুলো ব্যবহার করে আপনি খুব সহজেই আপনার কাঙ্ক্ষিত দেশের ভিসাটির বর্তমান অবস্থা জানতে পারবেন। এছাড়াও কোন প্রশ্ন থাকলে কমেন্টে জানাতে ভুলবেন না। ধন্যবাদ।