জন্ম নিবন্ধন একটি অতি গুরুত্বপূর্ণ নথি যা একটি দেশের নাগরিকের পরিচয় বহন করে এবং বিভিন্ন কাজে এই সনদটি প্রয়োজন হয়। তাই আপনার নিবন্ধন সনদের তথ্যগুলো সঠিক আছে কিনা তা যাচাই করে দেখা জরুরী। কারণ এইসব তথ্য সঠিক না থাকলে এটি ব্যবহারের ক্ষেত্রে ঝামেলা হতে পারে। তবে জন্ম সনদ যাচাই করা বর্তমানে কঠিন কিছু নয়, ঘরে বসেই আপনি আপনার জন্ম নিবন্ধন যাচাই করুন। আপনি অনলাইনে খুব সহজেই সাধারণ কয়েকটি স্টেপের সাহায্যে নিবন্ধন যাচাই করে নিতে পারবেন। আর আজকের আর্টিকেলটি আমরা সাজিয়েছি Birth Certificate Check Online সম্পর্কিত যাবতীয় তথ্য নিয়ে।
Birth Certificate Check Online – জন্ম নিবন্ধন অনলাইনে যাচাই করুন
বর্তমানে অনলাইনের মাধ্যমে জন্ম নিবন্ধন যাচাই করা খুবই সহজ। বাংলাদেশে ই-গভর্নেন্সের উন্নতির ফলে এটি এখন দ্রুত ও নির্ভুলভাবে সম্পন্ন করা যায়। যাদের বয়স ১৮ বছরের নিচে তাঁদের জন্য জন্ম নিবন্ধন অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ তাঁরা এটি ব্যবহার করে শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হওয়া সহ অন্যান্য সুযোগ সুবিধা পেতে পারে। তাছাড়া পরবর্তীতে তাঁরা যখন ভোটার আইডি কার্ড এর জন্য আবেদন করবেন তখন এই জন্ম নিবন্ধন সনদ প্রয়োজন হবে। সাধারণত জন্ম নিবন্ধনে থাকা তথ্য ব্যবহার করেই ভোটার আইডি আইডি কার্ড ইস্যু করা হয়। তাই জন্ম নিবন্ধন সনদের তথ্য ঠিক আছে কিনা তা যাচাই করা আবশ্যক কারণ এখানে যদি তথ্য ভুল থাকে তাহলে সেই ভুল তথ্যই আপনার ভোটার আইডি কার্ডে অন্তর্ভুক্ত হবে।
আরও দেখুন: নগদ একাউন্ট দেখার নিয়ম | নগদে টাকা দেখার নিয়ম
তাই নিবন্ধন সনদটি যাচাই করার মাধ্যমে আপনি জানতে পারবেন আপনার সনদে অন্তর্ভুক্ত কোন তথ্য ভুল আছে কিনা এবং আপনি তা সংশোধনের জন্য আবেদনও করতে পারবেন। এছাড়া অনেকসময় একাধিক জন্ম সনদ অনলাইনে থেকে যায় যা পরবর্তীতে আপনাকে যেকোনো আইনি ঝামেলায় ফেলতে পারে। তাই একমাত্র জন্ম নিবন্ধন সনদটি যাচাই করলেই আপনি জানতে পারবেন যে কোথায় ভুল আছে বা এটি একাধিকবার আছে কিনা।
জন্ম নিবন্ধন যাচাই করার প্রয়োজনীয়তা
জন্ম নিবন্ধন যাচাই করার প্রয়োজনীয়তা অনেক বেশি। অনেকেই এ ব্যাপারটিতে গাফেলতি করে থাকেন কিন্তু এটি যাচাই করার ক্ষেত্রে সকলের আরেকটু সচেতন হওয়া উচিত বলে আমি মনে করি। জন্ম নিবন্ধন যাচাই করার প্রয়োজনীয়তাগুলো নিম্নরূপ:
- সঠিক পরিচয় নিশ্চিত করাঃ জন্ম নিবন্ধন যাচাইয়ের মাধ্যমে নাম, জন্ম তারিখ এবং অন্যান্য তথ্য সঠিকভাবে নিশ্চিত করা যায়, যা শিক্ষা সনদ, পাসপোর্ট, জাতীয় পরিচয়পত্র এবং অন্যান্য গুরুত্বপূর্ণ ডকুমেন্ট তৈরিতে অপরিহার্য।
- সরকারি সেবা গ্রহণঃ বিভিন্ন সরকারি সুবিধা, যেমন- শিক্ষা, স্বাস্থ্যসেবা, সামাজিক নিরাপত্তা ভাতা, এবং পাসপোর্ট তৈরির জন্য জন্ম নিবন্ধন একটি অপরিহার্য সনদ। যাচাই করলে এই সুবিধাগুলো গ্রহণ আরও সহজ হয়।
- বয়স প্রমাণ করতেঃ বয়স নির্ধারণের জন্য জন্ম নিবন্ধন অপরিহার্য। শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি, বিয়ের বৈধতা, চাকরি, এবং ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্তির ক্ষেত্রে সঠিক বয়সের প্রমাণের জন্য এটি প্রয়োজন।
- জালিয়াতি রোধ করাঃ যাচাইয়ের মাধ্যমে ভুয়া বা জাল জন্ম নিবন্ধন ব্যবহার রোধ করা সম্ভব, যা পরিচয়ভিত্তিক অপরাধ কমাতে সহায়তা করে।
- আন্তর্জাতিক ভ্রমণ ও পাসপোর্ট তৈরিঃ পাসপোর্ট তৈরির জন্য জন্ম নিবন্ধন সঠিক থাকা বাধ্যতামূলক। যাচাই প্রক্রিয়ার মাধ্যমে নিশ্চিত করা হয় যে, নথি সঠিক এবং গ্রহণযোগ্য।
জন্ম নিবন্ধন যাচাই করুনঃ সহজ কয়েকটি ধাপ
আপনি যদি ঘরে বসেই জন্ম নিবন্ধন সনদ যাচাই করতে চান তাহলে আপনাকে মাত্র কয়েকটি স্টেপ ধরে এগিয়ে যেতে হবে। নিচে স্টেপ গুলো উল্লেখ করছিঃ
- জন্ম নিবন্ধন যাচাই করার জন্য জন্ম ও মৃত্যু নিবন্ধন তথ্য সিস্টেমের (BRIS) ওয়েবসাই everify.bdris.gov.bd – এ যান।
- ১৭-সংখ্যার জন্ম নিবন্ধন নম্বর প্রবেশ করান।
- জন্ম তারিখ সঠিকভাবে উল্লেখ করুন।
- প্রদত্ত তথ্য সঠিকভাবে প্রবেশ করার পর “ভেরিফাই” বা “যাচাই” বোতামে ক্লিক করুন।
- যাচাই সফল হলে আপনার জন্ম নিবন্ধনের তথ্য প্রদর্শিত হবে। এটি আপনার নথির সত্যতা নিশ্চিত করবে।
শেষ কথা
নিঃসন্দেহে আপনি এতক্ষণে জেনে গিয়েছেন যে কিভাবে জন্ম নিবন্ধন সনদ যাচাই করতে হবে। জন্ম নিবন্ধন শুরুতেই কিন্তু ডিজিটাল সিস্টেম এ ছিলো না, তাই তখন তথ্য যাচাই করাও এত সহজ ছিল না। এখন আপনি যেখানে ইচ্ছা বসেই জন্ম নিবন্ধন যাচাই করুন। Birth Certificate Check Online সিস্টেমটি নাগরিকদের জন্য অনেক বেশি সুবিধাজনক হয়েছে কারণ তারা ইচ্ছা করলে এটি যাচাই করতে পারে আবার কোন সমস্যা থাকলে তা সংশোধনও করতে পারে। তবে এজন্য সঠিক উপায়টি জানা জরুরী জা ইতিমধ্যেই আমরা উপরে আলোচনা করেছি। তবে এরপরও যদি আপনার কোন প্রশ্ন থাকে তাহলে একটা কমেন্ট করতে দ্বিধা করবেন না।