আপনার নগদ একাউন্টে কোন লেনদেন হয়েছে বা কোনদিন কত টাকা খরচ হয়েছে, এসব তথ্য জানতে একাউন্ট দেখা দরকার হয়। এছাড়া কোন টাকা পাঠানো বা গ্রহণ করা হয়েছে কি না, বা সঠিক পরিমাণে লেনদেন হয়েছে কি না তা নিশ্চিত করার জন্য একাউন্ট দেখার প্রয়োজন হয়।
মোবাইল ব্যালেন্স ট্র্যাক করার জন্য অনেকেই নগদ একাউন্টে কত টাকা আছে তা জানতে চান। এটা জানা গেলে লেনদেন ও ব্যয়ের উপর নিয়ন্ত্রণ থাকে। তাছাড়া নগদের মাধ্যমে লেনদেনের সময় কোন চার্জ কাটা হয়েছে কি না, বা কত টাকা ফি নেওয়া হয়েছে তা জানার জন্যও একাউন্টের তথ্যগুলো সময়মত দেখা দরকার। এজন্য অবশ্যই নগদ একাউন্ট দেখার নিয়ম জেনে রাখতে হবে।
নগদ অ্যাকাউন্ট সম্পর্কে
নগদ হলো বাংলাদেশ ডাক বিভাগের একটি মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (MFS) বা মোবাইল ব্যাংকিং পরিষেবা, যা বিভিন্ন আর্থিক লেনদেনের সুযোগ দেয়। এটি বাংলাদেশে সহজে ও নিরাপদে ডিজিটাল লেনদেনের একটি গুরুত্বপূর্ণ মাধ্যম হিসেবে পরিচিত। ২০১৯ সালে এর যাত্রা শুরু হয়।
নগদ বাংলাদেশ ডাক বিভাগের অধীনে থাকলেও, এটি টেলিটক এবং অন্যান্য মোবাইল অপারেটরদের সাথে সমন্বিতভাবে কাজ করে। এই অ্যাকাউন্ট এর মাধ্যমে মোবাইলের সাহায্যে অর্থ লেনদেন, বিল পরিশোধ, ব্যাংক ট্রান্সফার এবং অন্যান্য আর্থিক কার্যক্রম পরিচালনা করা যায়।
Read also: ইতালির টাকার মান কত
নগদের প্রদানকৃত সেবাসমুহঃ
নগদ অ্যাকাউন্টের মাধ্যমে বাংলাদেশে ডিজিটাল ফাইন্যান্সিয়াল ইনক্লুশনের লক্ষ্য অর্জনে কাজ করছে এবং গ্রামীণ ও শহরের অর্থনৈতিক কার্যক্রম সহজ ও গতিশীল করছে। আসুন দেশে নেয়া যাক নগদ কি কি সুবিধা প্রদান করেঃ
১। নগদের মাধ্যমে সহজে এক নগদ অ্যাকাউন্ট থেকে অন্য নগদ অ্যাকাউন্টে বা ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠানো এবং গ্রহণ করা যায়।
২। দেশের সকল মোবাইল অপারেটরে রিচার্জ করার সুবিধা রয়েছে। দ্রুত এবং সহজে নিজের বা অন্যের নম্বরে রিচার্জ করা যায়।
৩। বিদ্যুৎ, গ্যাস, পানি, এবং ইন্টারনেট সহ বিভিন্ন ইউটিলিটি বিল পরিশোধ করা যায়। এতে গ্রাহকদের দীর্ঘ লাইনে দাঁড়ানোর ঝামেলা এড়ানো সম্ভব।
৪। দোকানে পণ্য ক্রয় বা সেবা গ্রহণের পর সহজে পেমেন্ট করা যায়। নগদের QR কোড স্ক্যান করে পেমেন্ট করার সুবিধা রয়েছে।
৫। নির্দিষ্ট ব্যাংকের অ্যাকাউন্টে নগদ থেকে টাকা পাঠানো এবং ব্যাংক অ্যাকাউন্ট থেকে নগদে অর্থ উত্তোলনের সুযোগ রয়েছে।
৬। অনলাইন কেনাকাটার ক্ষেত্রে নগদ ব্যবহার করে পেমেন্ট করার সুযোগ রয়েছে। এটি ই-কমার্স প্ল্যাটফর্মগুলোর সাথে সংযুক্ত রয়েছে।
৭। নগদে সঞ্চয় রাখার ব্যবস্থা রয়েছে যা গ্রাহকদের জন্য একটি আর্থিক নিরাপত্তা প্রদান করে। এছাড়া, নগদ থেকে ক্ষুদ্র ঋণ গ্রহণের সুবিধাও রয়েছে, যা দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীর সহায়ক।
৮। সরকার ও অন্যান্য সংস্থার অনুদান ও ভাতা সরাসরি নগদ অ্যাকাউন্টের মাধ্যমে প্রাপকের কাছে পৌঁছে দেওয়া যায়।
৯। নগদ এজেন্ট পয়েন্ট বা ATM থেকে নগদ অ্যাকাউন্টের টাকা উত্তোলনের সুবিধা রয়েছে।
১০। নগদ বিভিন্ন সময়ে ক্যাশব্যাক ও ডিসকাউন্ট অফার প্রদান করে, যা গ্রাহকদের জন্য লেনদেনে অতিরিক্ত সুবিধা প্রদান করে।
অ্যাপ এর মাধ্যমে নগদ একাউন্ট দেখার নিয়মঃ
নগদ অ্যাপ থেকে খুব সহজেই নগদ অ্যাকাউন্ট চেক করা যায়। এক্ষেত্রে আপনার ফোনে অবশ্যই অ্যাপ টি ইন্সটল করা থাকতে হবে। নিচের ধাপ গুলো দেখুনঃ
- প্রথমে গুগল প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে নগদ অ্যাপটি ডাউনলোড এবং ইনস্টল করুন।
- অ্যাপটি ওপেন করুন এবং আপনার নিবন্ধিত মোবাইল নম্বরটি দিন।
- তারপর, প্রয়োজনীয় পিন কোড দিয়ে লগইন করুন।
- লগইন করার পর হোম স্ক্রিনেই আপনার অ্যাকাউন্টের ব্যালেন্স দেখতে পারবেন।
- ব্যালেন্স সংক্রান্ত বিস্তারিত দেখতে চাইলে ‘“My Nagad” অপশনে ক্লিক করুন।
- অ্যাপের মেনুতে ‘Transaction History’ অপশনে গিয়ে বিগত লেনদেনের বিবরণ দেখতে পারবেন।
ইউএসএসডি কোড দিয়ে নগদ একাউন্ট দেখার নিয়মঃ
আপনি চাইলে ফোন থেকে ইউএসএসডি কোড ডায়াল করেও অ্যাকাউন্ট চেক করতে পারবেন। যারা অ্যাপ ব্যবহার করেন না তাঁরা সাধারণত এভাবেই চেক করে থাকেন। নিচের ধাপগুলো অনুসরণ করুনঃ
- আপনার মোবাইলের ডায়াল প্যাড ওপেন করুন এবং *167# ডায়াল করুন।
- স্ক্রিনে একটি মেনু আসবে। মেনু থেকে “My Nagad” অপশনটি নির্বাচন করুন।
- আপনার একাউন্টের নিরাপত্তার জন্য নগদ পিন প্রদান করুন।
- সঠিক পিন প্রবেশ করানোর পর, আপনার একাউন্টের বর্তমান ব্যালেন্স স্ক্রিনে দেখতে পাবেন।
এগুলো ছাড়াও আপনি চাইলে 16167 নাম্বারে কল করে নগদের কাস্টমার কেয়ার প্রতিনিধির সাথে কথা বলে আপনার অ্যাকাউন্ট সম্পর্কিত তথ্য জানতে পারেন।
শেষ কথা
নগদ আমাদের দেশের অন্যতম জনপ্রিয় একটি মোবাইল ব্যাংকিং সিস্টেম। খুব অল্প সময়ের মধ্যেই এটি ব্যবহারকারীদের কাছে অত্যন্ত জনপ্রিয় হয়ে উঠেছে। নগদের জনপ্রিয়তার অন্যতম কারণ হচ্ছে অন্যান্য মোবাইল ব্যাংকিং এর তুলনায় আপনি এখান থেকে কম খরচে টাকা ক্যাশআউট করতে পারবেন। এছাড়াও রয়েছে আরও বহুবিধ সুবিধা। নগদ একাউন্ট দেখার নিয়ম অনেকেই জানেন না; মূলত তাদের জন্যই আমাদের আজকের এই লেখাটি। আশা করছি আপনারা সকলেই আর্টিকেলটির দ্বারা উপকৃত হয়েছেন।